IQNA

তুরস্কে বাস্কেটবলের নারী প্লেয়ারদের হিজাবের ওপর নিষেধাজ্ঞা জারি বাতিল

23:52 - September 25, 2016
সংবাদ: 2601636
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক বাস্কেটবল ফেডারেশন সেদেশের বাস্কেটবলের নারী প্লেয়ারদের হিজাবের ওপর নিষেধাজ্ঞা জারি বাতিল করেছে।
তুরস্কে বাস্কেটবলের নারীর প্লেয়ারদের হিজাবের ওপর নিষেধাজ্ঞা জারি বাতিল

বার্তা সংস্থা ইকনা: আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশনের (FIBA) নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক খেলার সময় কোন প্লেয়ার হিজাব ব্যবহার করতে পারবে না।
আমেরিকা দুই মুসলিম নারী বাস্কেটবল প্লেয়ার হিজাবের স্বাধীনতা রক্ষার্থে সামাজিক নেটওয়ার্কে "#fibaALLOWhijab" নামের একটি হ্যাসট্যাগ চালু করেছিল। তবে তেমন সফল হতে পারেনি। আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশনের পক্ষ থেকে নারীদের জন্য সাময়িক হিজাবের অনুমোদনের জারিটি বাতিল করে এই সংস্থা।
অবশ্য তুরস্ক বাস্কেটবল ফেডারেশন নারী প্লেয়ারদের হিজাব ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা করলেও, তুরস্ক বাস্কেটবল ফেডারেশন সেদেশের বাস্কেটবলের নারীর প্লেয়ারদের হিজাবের ওপর নিষেধাজ্ঞা জারি বাতিল করেছে।
এছাড়াও তুরস্ক ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের হিজাব ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি বাতিল করেছে।
পাবলিক প্রতিষ্ঠান এবং উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের পর্যায়ক্রমে ২০১৩ ও ২০১৪ সালে হিজাব ব্যাবহার অনুমোদন দিয়েছে।
iqna
captcha