IQNA

ফিবা'র নিকটে স্থায়ী ভাবে হিজাব নিষেধাজ্ঞা জারি বাতিলের আহ্বান জানালো মুসলমানেরা

23:58 - August 10, 2016
সংবাদ: 2601364
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার মুসলমানেরা ৯ম আগস্ট আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশনের (FIBA) নিকট স্থায়ী ভাবে হিজাব নিষেধাজ্ঞা জারি বাতিলের আহ্বান জানিয়েছে।
ফিবা'র নিকটে স্থায়ী ভাবে হিজাব নিষেধাজ্ঞা জারি বাতিলের আহ্বান জানালো মুসলমানেরা
বার্তা সংস্থা ইকনা: আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশন (FIBA) যখন আন্তর্জাতিক খেলায় নারী প্লেয়ারদের হিজাব ব্যবহার অনুমোদনে দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কথা ঘোষণা করেছে, ঠিক তখন মুসলমানেরা নারী প্লেয়ারদের জন্য স্থায়ী ভাবে হিজাব ব্যবহারের অনুমোদন চেয়ে আহ্বান জানিয়েছে। সুইজারল্যান্ডে আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশনের প্রধান কার্যালয়ে মুসলমানেরা এই আহ্বান জানিয়েছে।

এছাড়াও মুসলমানেরা #FibaAllowHijab হ্যাশট্যাগ চালু করে হিজাবী নারী প্লেয়ারদের সমর্থন করার আহ্বান জানিয়েছে।

আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিল ২০১৪ সালে আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশনের নিকট থেকে মুসলিম নারী প্লেয়ারদের হিজাব ব্যবহারের অনুমোদন নিয়েছে।

শিখ সম্প্রদায়ের প্লেয়াররা বিশেষ পোশাক পরিধানের কারণে মুসলমানদের মত বাস্কেটবল খেলা থেকে বঞ্চিত ছিল।

আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিল এবং শিখ সম্প্রদায় সংগঠনসমূহের আবেদনের ফলে আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশন মুসলমান ও শিখ সম্প্রদায়ের প্লেয়ারদের কথা চিন্তা করে দুই বছরের জন্য ধর্মীয় হিজাব নিষেধাজ্ঞা জারি বাতিল করেছিল।

আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশনের (FIBA) ২০১৪ সালের এই সিদ্ধান্তের প্রায় দুই বছর অতিবাহিত হতে যাচ্ছে এবং এ ব্যাপারে রিও অলিম্পিক গেমস পর তাদের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে।

iqna


captcha