এছাড়াও মুসলমানেরা #FibaAllowHijab হ্যাশট্যাগ চালু করে হিজাবী নারী প্লেয়ারদের সমর্থন করার আহ্বান জানিয়েছে।
আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিল ২০১৪ সালে আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশনের নিকট থেকে মুসলিম নারী প্লেয়ারদের হিজাব ব্যবহারের অনুমোদন নিয়েছে।
শিখ সম্প্রদায়ের প্লেয়াররা বিশেষ পোশাক পরিধানের কারণে মুসলমানদের মত বাস্কেটবল খেলা থেকে বঞ্চিত ছিল।
আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিল এবং শিখ সম্প্রদায় সংগঠনসমূহের আবেদনের ফলে আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশন মুসলমান ও শিখ সম্প্রদায়ের প্লেয়ারদের কথা চিন্তা করে দুই বছরের জন্য ধর্মীয় হিজাব নিষেধাজ্ঞা জারি বাতিল করেছিল।
আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশনের (FIBA) ২০১৪ সালের এই সিদ্ধান্তের প্রায় দুই বছর অতিবাহিত হতে যাচ্ছে এবং এ ব্যাপারে রিও অলিম্পিক গেমস পর তাদের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে।