IQNA

নাইজেরিয়ার শিয়া ইসলামিক মুভমেন্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ

18:46 - October 08, 2016
সংবাদ: 2601728
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার কাদুনা রাজ্যের কর্মকর্তারা শেখ জাকজাকির নেতৃত্বে পরিচালিত কাদুনা রাজ্যের সংখ্যালঘু শিয়া মুসলমানদের আন্দোলনকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
নাইজেরিয়ার শিয়া ইসলামিক মুভমেন্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ
বার্তা সংস্থা ইকনা: নাইজেরিয়া কাদুনা রাজ্যের কর্মকর্তারা ঘোষণা করেছেন, কোন ব্যক্তি যদি নাইজেরিয়ার ইসলামিক মুভমেন্টের সাথে জড়িত থাকার অপরাধে দোষী সাব্যস্ত করা হয়, তাকে সাত বছরের কারাদণ্ড অথবা নগদ জরিমানা করা হবে অথবা উভয় দণ্ড দেয়া হবে।

গত বছর ডিসেম্বরে এই আন্দোলনের সাথে সেনাবাহিনীর সংঘাতের পর দলটি প্রসিদ্ধ হয়ে ওঠে। নাইজেরিয়ার আদালত সেনাবাহিনীকে ৩৮৪ শিয়া মুসলমান হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে।

কাদুনা কর্তৃপক্ষ, এই সম্প্রদায়কে বেআইনি সমাবেশ ও রাস্তা বন্ধ করার দায়ে অভিযুক্ত করে।

নাইজেরিয়ার ১৮০ মিলিয়ন মানুষের মধ্যে মুসলমানদের জনসংখ্যা ৫০ শতাংশ। এবং শিয়া মুসলমানরা সংখ্যালঘু।

iqna


captcha