ট্রাম্প বলেন, হিলারির ব্যক্তিগত ইমেইল ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ণ হয়েছে কিনা তা খতিয়ে দেখতে তিনি একটি বিশেষ কমিশন গঠন করবেন।
তিনি হিলারিকে উদ্দেশ করে বলেন, আপনার এই কাজের জন্য লজ্জিত হওয়া উচিত ছিল।
বিতর্ক শুরুর আগে ডোনাল্ড ট্রাম্প নিজে থেকেই নারীদের প্রতি তার করা অশালীন মন্তব্য সামনে নিয়ে আসেন।
তিনি বলেন, ২০০৫ সালে তার করা যে মন্তব্য নিয়ে ঝড় উঠেছে, সেটা ছিল ব্যক্তিগত আলোচনা। তারপর তিনি হিলারি ক্লিনটনকে এই বলে আক্রমণ করেন, তার স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন যেভাবে নারীদের নির্যাতন করেছেন, মার্কিন রাজনীতির ইতিহাসে তেমনটা আর কখনো করেননি।
বিভিন্ন বিষয়ে দুই প্রার্থীই জবাব দিচ্ছেন। জনস্বার্থমূলক বিষয়গুলোই এই বিতর্কে প্রাধান্য পায়।
উল্লেখ্য, ট্রাম্প বলেন, আমেরিকায় ৩.৩০ মিলিয়ন মুসলমান বসবাস করেন। তাদের সবাইকে সর্বদা দেহ তল্লাশি করতে হবে। কেননা এদের কারণেই সন্ত্রাসীরা আমেরিকায় সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছে।