এই উপলক্ষে ইরাক সহ বিশ্বের বিভিন্ন দেশে থেকে আগত জিয়ারতকারীগণ কারবালায় উপস্থিত হয়েছেন এবং শোক মিছিল প্রদর্শন করেছেন।
কারবালায় অবস্থিত ইমাম হুসাইন (আ.) এবং হযরত আব্বাস (আ.)এর মাযারে শোকানুষ্ঠান উদযাপন হচ্ছে। তাসুয়ার রাত্রে যায়েরদের আজাদারীর কিছু ছবি ইকনার দর্শনার্থীদের জন্য পোষ্ট করা হল।