IQNA

ফিনল্যান্ডে মুহররমের শোকানুষ্ঠান পালিত হচ্ছে + ছবি

14:16 - October 11, 2016
সংবাদ: 2601747
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র মুহররম মাস উপলক্ষে ফিনল্যান্ডের আহলে বাইত (আ.) ইসলামিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শোকানুষ্ঠান উদযাপিত হচ্ছে।
ফিনল্যান্ডে মুহররমের শোকানুষ্ঠান পালিত হচ্ছে + ছবি

বার্তা সংস্থা ইকনা: হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২য় অক্টোবর থেকে একাধারে এই শোকানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
উক্ত শোকানুষ্ঠান আহলে বাইত (আ.)এর ভক্তগণের অংশগ্রহণের মাধ্যমে আরবি এবং ফার্সি ভাষায় অনুষ্ঠিত হচ্ছে।
এশার নামাজের পর প্রতিদিন সন্ধ্যা ৭টায় শুরু হচ্ছে। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শোকানুষ্ঠানের সূচনা হয় এবং পরবর্তীতে আহলে বাইত (আ.) বিশেষ করে ইমাম হুসাইন (আ.)এর মুসিবতের স্মরণে ফার্সি ভাষায় বক্তৃতা পেশ করেছেন ইরানের ব্রডকাস্টিং-এর সহকারী পরিচালক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ রমজান আলী মুসাভি মুকাদ্দাম এবং আরবি ভাষায় মর্সিয়া ও নওহা পাঠ করছেন সাইয়্যেদ হুসাইন মুসাভি এবং ফার্সি ভাষায় মর্সিয়া ও নওহা পাঠ করছেন হাসান আসাদুল্লাহ।
iqna


captcha