IQNA

নাইজেরিয়ায় আশুরার শোক মিছিলে বর্বরোচিত হামলা

23:10 - October 12, 2016
সংবাদ: 2601750
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার সেনাবাহিনী পবিত্র আশুরার শোক মিছিলে বর্বরোচিত হামলা চালিয়েছে। ইমাম হুসাইন (আ.)এর শাহাদাত উপলক্ষে শোক মিছিলে সেনাবাহিনীর বর্বরোচিত হামলার ফলে ২০ জন নিহত হয়েছেন।
নাইজেরিয়ায় আশুরার শোক মিছিলে বর্বরোচিত হামলা
বার্তা সংস্থা ইকনা: পবিত্র আশুরার রাতে দেশটির কাদুনা শহরের মসজিদ অবরুদ্ধ করে রেখেছিল সেনাবাহিনীরা। আজ (১২ই অক্টোবর) আশুরার শোক মিছিলে অংশগ্রহণকারী আজাদারীদের লক্ষ করে সেনাবাহিনীর সদস্যরা সরাসরি গুলি বর্ষণ করে।

এছাড়াও সেদেশের ফুনতুয়া শহরে শিয়া মুসলমানদের শোক মিছিলে সেনাবাহিনীর হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন।

আজ (বুধবার) নাইজেরিয়া সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশটির মুসলমানরা কারবালায় ইমাম হোসেইন (আ) এর হৃদয়বিদারক এবং মর্মান্তিক শাহাদাতের বার্ষিকী পবিত্র আশুরা উপলক্ষে কয়েকটি শহরে শোক মিছিল বের করলে সেনাবাহিনী এ হামলা চালায়।

নাইজেরিয়ার প্রখ্যাত শিয়া আলেম শেখ ইব্রাহিম জাকজাকির মুক্তির দাবিতে দেশটির মুসলমানরা বহু দিন ধরে প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে আসার পরিপ্রেক্ষিতে সরকার এবং তার অনুসারীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

আল্লামা শেখ ইব্রাহিম জাকজাকিকে গ্রেফতার করার সময় সেদেশের সেনাবাহিনী হামলায় আল্লামা জাকজাকির তিন ছেলে সহ অনেক শিয়া মুসলমান নিহত হয়েছে।

আন্তর্জাতিক অনেক মানবাধিকার সংগঠন এই পাশবিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে

মে মাসের প্রথম দিকে ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি এক বিবৃতিতে মুসলমানদের হত্যার জন্য নাইজেরিয়ার সরকারকে দায়ী করেছে।

iqna


captcha