IQNA

সর্বোচ্চ নেতা

মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থীরা দেশ ও জাতির ভবিষ্যত কর্ণধার

20:41 - October 19, 2016
সংবাদ: 2601796
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও ইসলামী বিপ্লবের রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী বলেছেন যে, মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থীরা দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার। বিদেশী কোন শক্তি নয় বরং এদের উপর নির্ভর করেই উন্নতির শিখরে আরোহণ করা সম্ভব।
মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থীরা দেশ ও জাতির ভবিষ্যত কর্ণধার

বার্তা সংস্থা ইকনা: হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী আজ (বুধবার) রাজধানী তেহরানে একদল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও প্রতিভা অন্বেষণকারী জাতীয় সংস্থার সদস্যদের দেয়া সাক্ষাতের সময় বলেন: মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থীরা দেশ ও জাতির চালিকা শক্তি। তাদের যোগ্য নেতৃত্বই পারে দেশকে উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে নিতে।

তিনি মার্কিন সরকারকে ধোঁকাবাজ অভিহিত করে ইরান সরকারকে উদ্দেশ করে বলেন, "আপনারা যদি পরমাণু ইস্যুতে নত হন তাহলে আমেরিকা আবার ক্ষেপণাস্ত্র ইস্যু সামনে আনবে। সেখানে নত হলে প্রতিরোধ আন্দোলনগুলোকে সমর্থনের বিষয়টি টেবিলে আনবে। সেখানে নত হলে তারা আবার মানবাধিকারের ইস্যু সামনে আনবে। তখন যদি আপনারা তাদের বেধে দেয়া নিয়মনীতি মেনে নেন তাহলে তারা আমাদের সরকারের ধর্মীয় অনুশাসনের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলবে।”

সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, মধ্যপ্রাচ্যের প্রতিরোধ আন্দোলনগুলোকে সমর্থন দেয়ার কারণে তেহরানকে ব্যাংকিং লেনদেন ও বাণিজ্য ক্ষেত্রে সহযোগিতা করা কঠিন হয়ে পড়েছে। এরপর ইরানের সর্বোচ্চ নেতা এসব কথা বললেন। আয়াতুল্লাহ খামেনেয়ী আরো বলেন, ইরানের হাতে রয়েছে বিপুল পরিমাণ মানব ও প্রাকৃতিক সম্পদ যা পশ্চিমারাও স্বীকার করে। এগুলোকে কাজে লাগানোর জন্য সর্বোচ্চ নেতা সরকারের প্রতি আহ্বান জানান। তিনি পরিষ্কার করে বলেন, ইরানের এসব সম্ভাবনা মোটেই বাগাড়ম্বর নয়।

iqna




captcha