IQNA

আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী;

পশ্চিমা দেশগুলো মানবাধিকার শ্লোগান দিয়ে ফায়দা লুটছে

13:24 - October 20, 2016
সংবাদ: 2601798
আন্তর্জাতিক ডেস্ক: মুসলিম জাহানের শীর্ষ মনীষী ও বিশ্বখ্যাত মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী বলেছেন যে, পশ্চিমা দেশগুলো মানবাধিকার শ্লোগান দিয়ে ফায়দা লুটছে। তারা মুখে মুখে মানবাধিকারের কথা বললেও প্রকৃতপক্ষে এ দেশগুলোই মানবাধিকারের সবচেয়ে বড় শত্রু।
পশ্চিমা দেশগুলো মানবাধিকার শ্লোগান দিয়ে ফায়দা লুটছে
বার্তা সংস্থা ইকনা: হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী আজ বুধবার ১৯শে অক্টোবর ধর্মীয় নগরী কোমে ধর্মতত্বের উচ্চতর ক্লাসে বক্তৃতাকালে বলেন: আমাদেরকে উত্তম ও ভালকর্মে পরস্পরকে সাহায্য করা উচিত। এমনকি এক্ষেত্রে পরস্পরের মধ্যে প্রতিযোগিতা এবং একে অপরকে সহায়তার মাধ্যমে একটি আদর্শ সমাজ গড়ে তুলতে হবে।

তিনি আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর ইসলাম বিরোধী কার্যকলাপের সমালোচনা করে বলেন: পশ্চিমা দেশগুলো কখনও মানবাধিকার, কখনও গণতন্ত্র, কখনও মতপ্রকাশের স্বাধীনতা আবার কখনও পরিবেশ বান্ধবের কথা বলে সাধারণ মানুষকে নিজেদের প্রতি আকৃষ্ট করছে। তারা এ উপায়ে মানুষকে ধোঁকা ও প্রতারণার মাধ্যমে নিজেদের ফায়দা লুটতে চায়।

তিনি বলেন: পশ্চিমারা মানবাধিকারের শ্লোগান দেয়, কিন্তু যখন ফিলিস্তিনের অসহায় নারী ও শিশুরা জায়নবাদি ইসরাইলের বর্বর হামলাতে প্রাণহারায় কিংবা ইয়েমেনে সৌদি গণহত্যা চলে, তখন তারা কোন প্রকার উচ্চবাক্য করে না।

তিনি আরও বলেন: সৌদি আরব যেহেতু আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর সাথে আতাত রাখে, তাই এ দেশটি গত দু বছরের বেশি সময় ধরে নির্বিচারে ইয়েমেনের অসহায় মুসলমানদের উপর গণহত্যা চালালেও কোন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। কিন্তু ইরান যেহেতু ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করেছে এবং কোন পরাশক্তিকে সমীহ করে চলে না, সেহেতু ইরানের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো সব সময় চক্রান্ত অব্যাহত রেখেছে।

iqna


captcha