সৌদি আরবের জেদ্দা শহরের 'খেইরাকুম' নামক কুরআন হেফজ আঞ্জুমানের অন্তর্গত 'আবু দাউদ' জামে মসজিদে হেফজ কুরআন প্রতিযোগিতায় যমজ ভাই হাসান ও হুসাইন অংশগ্রহণ করেছেন।
'হাসনাইন' নামে প্রসিদ্ধ হাসান ও হসাইনের শিক্ষক 'মুহাম্মাদ আফুরি' বলেন: এই দুই ভাই নির্ভুল ভাবে কুরআন হেফজ করেছেন। জেদ্দার 'আল-ছুগার' এলাকার আবু দাউদ মসজিদে প্রথম যেদিন এই দুই ভাই কুরআনের ক্লাসে এসেছিল, সেদিনই কুরআন মুখস্থ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল।
তিনি বলেন: হাসান ও হুসাইনের জন্য কুরআন মুখস্থ করার অতি কঠিন বিষয় নয়। কারণ, এই দুই ভাই অতি পরিশ্রমী, সুশৃঙ্খল এবং নৈতিক চরিত্রের অধিকারী। কুরআন মুখস্থ করার জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করেছে।
হাসান ও হসাইনের পিতা আব্দুল মাজিদ ইবনে হাসান বলেন: হাসান ও হুসাইনের মামা একজন (কুরআনের) হাফেজ। আর এজন্য এই দুই ভাই কুরআন হেফজের প্রতি আকৃষ্ট হয়েছে।