IQNA

অ্যাডিলেডে ইমাম সাজ্জাদ (আ.) এর শাহাদাত বার্ষিকী পালিত

4:32 - October 28, 2016
সংবাদ: 2601843
সাংস্কৃতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ইমাম সাজ্জাদ (আ.) এর শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ২৫ মহররম (২৭ অক্টোবর) ইমাম সাজ্জাদ (আ.) এর শাহাদাত বার্ষিকী। পবিত্র এ দিবস উপলক্ষে অ্যাডিলেড ইসলামি কেন্দ্রের উদ্যোগে বিশেষ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ধারাবাহিক এ অনুষ্ঠানটি গত ২৫ অক্টোবর শুরু হয়ে গতকাল (২৭ অক্টোবর) শেষ হয়েছে।

প্রতিদিন সন্ধ্যায় ৭:৪৫ মিনিটে মাগরিব ও এশার নামাযান্তে অ্যাডিলেডে’র ডিউডলী পার্কে অনুষ্ঠিত হয়েছে এ অনুষ্ঠান।

বিশিষ্ট শিয়া আলেম হুজ্জাতুল ইসলাম হায়দারীর বক্তব্য, মার্সিয়া পরিবেশন, নওহা পাঠ ও আযাদারীর মধ্য দিয়ে এ অনুষ্ঠান অব্যাহত ছিল।

হুজ্জাতুল ইসলাম হায়দারী এ অনুষ্ঠানে ইমাম সাজ্জাদ (আ.) এর শাহাদাত এবং তার ব্যক্তিত্বের বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন।#3541103


captcha