IQNA

লেবানিজ আলেম:

মক্কায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবী হাস্যকর

3:54 - October 30, 2016
সংবাদ: 2601858
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের প্রতিরোধ আন্দোলনের ওলামা ইউনিয়নের চেয়ারম্যান, মক্কাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের যে মিথ্যা দাবী ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব তুলেছে তা হাস্যকর এবং মুসলমানদেরকে উস্কে দিতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।

আল-আলামের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: শেইখ মাহের হামুদ বলেছেন, জেদ্দার স্থলে মক্কার উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের যে মিথ্যা রটনা ইয়েমেনিদের বিরুদ্ধে সৌদি আরব শুরু করেছে, তা শুধুমাত্র মুসলমানদেরকে ক্রোধান্বিত করতে এবং ইয়েমেনি সেনাদের বিরুদ্ধে তাদেরকে উস্কে দিতে করা হয়েছে।

তিনি বলেন: সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে তারা দাবী করেছে যে, ইয়েমেনিরা মক্কায় হামলা চালিয়েছে। অথচ যদি মানচিত্রে লক্ষ্য করা হয় তবে মক্কা ও জেদ্দা দু’টি দুই প্রান্তে অবস্থিত।

শেইখ মাহের হামুদ আরো বলেন: স্পষ্ট যে, তাদের (সৌদি আরবের) মূল লক্ষ্য হচ্ছে মুসলমানদের আবেককে উস্কে দেওয়া।#3541666


captcha