আয়াতুল্লাহ হাজি তাক্বি তাবাতাবায়ী ২৬শে অক্টোবর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
আয়াতুল্লাহ হাজি তাক্বি তাবাতাবায়ীর মৃত্যুতে ইসলামী বিপ্লবের মহামান্য নেতা ও রাহবার হযরত আয়াতুল্লাহ খামেনায়ী শোকবানী প্রদান করেছেন। সর্বোচ্চ নেতার শোকবানীটি নীচে তুলে ধরা হল:
বিসমি তায়ালা,
মরহুম আয়াতুল্লাহ আযিমী হাজি হুসাইন তাবাতাবায়ী কুম্মীর সন্তান আয়াতুল্লাহ হাজি তাক্বি তাবাতাবায়ী কুম্মীর ইন্তেকালের খবর আমাকে গভীরভাবে মর্মাহত ও শোকাহত করেছে। এই বিশিষ্ট আলেমের মৃত্যুতে তার আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী সহ কোম, নাজাফ এবং মাশহাদের হাউজা-এ- ইলমিয়ার আলেমদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহর দরবারে আমি এই মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
সাইয়েদ আলী খামেনেয়ী।
২৭-১০-২০১৬