IQNA

আয়াতুল্লাহ হাজি তাক্বি তাবাতাবায়ীর মৃত্যুতে শোকবানী প্রদান করলেন সর্বোচ্চ নেতা

0:08 - October 31, 2016
সংবাদ: 2601860
আন্তর্জাতিক ডেস্ক: আয়াতুল্লাহ হাজি তাক্বি তাবাতাবায়ী কুম্মীর মৃত্যুতে ইসলামী বিপ্লবের মহামান্য নেতা ও রাহবার হযরত আয়াতুল্লাহ খামেনায়ী শোকবানী প্রদান করেছেন।
আয়াতুল্লাহ হাজি তাক্বি তাবাতাবায়ীর মৃত্যুতে শোকবানী প্রদান করলেন সর্বোচ্চ নেতা
বার্তা সংস্থা ইকনা: ইসলামী বিশ্বের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ হাজি তাক্বি তাবাতাবায়ী কুম্মীর ১৯২২ সালে ইরানের পবিত্র নগরী মাশহাদে জন্মগ্রহণ করেন। আয়াতুল্লাহ হাজি তাক্বি তাবাতাবায়ী কুম্মীর পিতা মরহুম আয়াতুল্লাহ আযিমী হাজি হুসাইন তাবাতাবায়ী কুম্মী একজন মারজায়া তাকলিদ ছিলেন। তিনি দীর্ঘ দিন ইরানের হাউজা-এ- ইলমিয়ার প্রধান হিসেব সফল ভাবে দায়িত্ব পালন করেছেন।

আয়াতুল্লাহ হাজি তাক্বি তাবাতাবায়ী ২৬শে অক্টোবর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

আয়াতুল্লাহ হাজি তাক্বি তাবাতাবায়ীর মৃত্যুতে ইসলামী বিপ্লবের মহামান্য নেতা ও রাহবার হযরত আয়াতুল্লাহ খামেনায়ী শোকবানী প্রদান করেছেন। সর্বোচ্চ নেতার শোকবানীটি নীচে তুলে ধরা হল:

বিসমি তায়ালা,

মরহুম আয়াতুল্লাহ আযিমী হাজি হুসাইন তাবাতাবায়ী কুম্মীর সন্তান আয়াতুল্লাহ হাজি তাক্বি তাবাতাবায়ী কুম্মীর ইন্তেকালের খবর আমাকে গভীরভাবে মর্মাহত ও শোকাহত করেছে। এই বিশিষ্ট আলেমের মৃত্যুতে তার আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী সহ কোম, নাজাফ এবং মাশহাদের হাউজা-এ- ইলমিয়ার আলেমদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহর দরবারে আমি এই মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

সাইয়েদ আলী খামেনেয়ী।

২৭-১০-২০১৬

iqna


captcha