IQNA

মিয়ানমারে মসজিদ ও পবিত্র কুরআন অবমাননা

20:35 - October 31, 2016
সংবাদ: 2601863
আন্তর্জাতিক ডেস্ক: রাখাইন প্রদেশের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বাসগৃহ ও মসজিদে হামলা চালিয়ে পবিত্র কুরআন অবমাননা করেছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী।

Arakan NA ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: সকাল ৭ টার দিকে রাখাইন প্রদেশের মাউংদা শহরে হামলা শুরু করে পুলিশ। এ হামলা মুসলমানদের সাথে সহিংস আচরণের মধ্য দিয়ে দুপুর নাগাদ অব্যাহত থাকে।

মুসলমানদের মালামাল লুট, নারীদেরকে নির্যাতন, সাধারণ জনগণকে আটক ও হত্যা এবং মসজিদগুলোতে হামলার মধ্য দিয়ে নিরাপত্তা বাহিনী’র এ অভিযান অব্যাহত ছিল।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা মসজিদগুলোতে হামলা চালিয়ে মসজিদের ভেতরে থাকা পবিত্র কুরআন ছিঁড়ে ফেলে।

মিয়ানমারের কয়েকজন সেনা নিহত হওয়ার ঘটনায় মুসলমানদেরকে এর সাথে জড়িত বলে আখ্যায়িত করে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের উপর দমন শুরু করেছে মিয়ানমার সরকার।

এদিকে, মানবাধিকার ও ত্রাণ বিষয়ক বিভিন্ন কমিশন মিয়ানমারের জনগণের বর্তমান নাজুক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদেরকে সাহায্য প্রদানের জন্য অনুমতি প্রদানে সরকারের প্রতি আহবান জানিয়েছে। কিন্তু মিয়ানমার সরকার তাদের এ আবেদনকে প্রত্যাখ্যান করেছেন।#3542086


captcha