IQNA

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট

শিয়া মুসলমানেরা কখনোই ধর্মীয় বিভাজনের পক্ষপাতিত্ব করে না

23:35 - November 05, 2016
সংবাদ: 2601891
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বলেছেন, শিয়া মুসলমানেরা কখনোই ধর্মীয় বিভাজনের পক্ষপাতিত্ব করে না।
বার্তা সংস্থা ইকনা: আজ (শনিবার) তেহরানে তুর্কি অর্থমন্ত্রী নাহাদ যিবাকচির সঙ্গে এক বৈঠকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বলেছেন, তুরস্কে সেনা অভ্যুত্থান ব্যর্থ হওয়ার কারণে আমরা অনেক খুশি হয়েছি। সেনা অভ্যুত্থান ব্যর্থ হওয়ার মাধ্যমে তুরস্ক ও আঞ্চলিক বিপদ দুর হয়েছে।

তিনি বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক হুমকি মোকাবেলায় আঙ্কারার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তেহরান।

ইসহাক জাহাঙ্গিরি আরও বলেন, ইরান ও তুরস্কের মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে। কিন্তু মতপার্থক্য থাকলেও ইরান কখনোই তুরস্ককে আঞ্চলিক ও আন্তর্জাতিক হুমকির মুখে একা রাখবে না। ইরান সহযোগিতা করবে।

ইরানের ভাইস প্রেসিডেন্ট বলেন, বলদর্পী দেশগুলোর হুমকি ও ষড়যন্ত্রের বিষয়ে তেহরান ও আঙ্কারা যদি অভিন্ন অবস্থান গ্রহণ করতে সক্ষম হয়, তাহলে সহজেই শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করা সম্ভব হবে।

এ সময় তুরস্কের অর্থমন্ত্রী বলেন, আইএসআইএল বা দায়েশ হচ্ছে বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি। এ কারণে এ গোষ্ঠীর হাত থেকে রক্ষা পেতে সবাইকে চেষ্টা করতে হবে।

iqna


captcha