মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর আহলে বায়েত (আ.)এর ভক্তদের উদ্দেশ্য করে সন্ত্রাসীরা এই নৃশংস হামলা চালাচ্ছে।
সন্ত্রাসীরা বেলুচিস্তানের একটি মাযারে বোমা হামলা এবং করাচী শহরে বিভিন্ন শিয়া মুসলমানদের টার্গেট করে হত্যা করছে।
১২ই নভেম্বর রাতে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন মোটরসাইকেল আরোহী সশস্ত্র সন্ত্রাসী করাচীর তিন জন (শিয়া মুসলমান) শিক্ষার্থীর উপর হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের হামলায় মুর্তজা নামের এক ছাত্র নিহত হয়েছেন এবং এহসান আলী ও শাহিদ আলী গুরুত্বর আহত হয়েছেন।
সাম্প্রদায়িক সহিংসতা থাকার কারণে সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের পুলিশ।
এদিকে এক্সপ্রেস নিউজ জানিয়েছে, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের শাহ নুরানী'র মাযারে সন্ত্রাসীদের বোমা হামলার কারণে কমপক্ষে ৫২ জন নিহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছে। পাকিস্তানের শিয়া ও সুন্নি মুসলমানদের যিয়ারতের একটি অন্যতম স্থান হচ্ছে শাহ নুরানী'র মাযার।
কিছু সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসআইএল এই হামলার দায়ভার গ্রহণ করেছে।