IQNA

প্রাথমিক সমাপনীর প্রশ্ন নিয়ে তোলপাড়

18:46 - November 22, 2016
সংবাদ: 2602008
আন্তর্জাতিক ডেস্ক: ২০১৬ সালের পিইসি পরীক্ষার প্রথম দিন রোববার ইংরেজি বিষয়ের পরীক্ষার একটি প্রশ্ন নিয়ে বিতর্কের শুরু।
যুগান্তরের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: দেশ ও দেশের বাইরের সাম্প্রদায়িক নির্যাতন ও সংঘাত নিয়ে যখন আলোচনা-সমালোচনা তুঙ্গে তখনই প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় সম্প্রদায়িক প্রশ্ন করার অভিযোগ উঠেছে। 
আর এ নিয়ে ইন্টারনেটের দুনিয়ায় চলছে তুমুল আলোচনা-সমালোচনা ও বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে পিইসি পরীক্ষার ওই প্রশ্নের ছবি ভাইরাল হয়ে গেছে। 
২০১৬ সালের পিইসি পরীক্ষার প্রথম দিন রোববার ইংরেজি বিষয়ের পরীক্ষার একটি প্রশ্ন নিয়ে বিতর্কের শুরু। 
প্রশ্নপত্রে সৈকত ইসলাম নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রের বাবা-মা, তাদের পেশা ও তাদের অবস্থান নিয়ে একটি অনুচ্ছেদ দেয়া হয়। অনুচ্ছেদ পড়ে পরীক্ষার্থীদের এ বিষয়ে উত্তর দিতে বলা হয়। 
প্রশ্নগুলোর একটিতে বলা হয় সৈকত কোন ধর্মের অনুসারী? প্রশ্নের বিপরীতে চারটি অপশন দেয়া হয়। এগুলোতে ধর্ম হিসেবে মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের উল্লেখ ছিল। 
এই প্রশ্নের স্ক্রিনশট দেয়া ছবি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উঠে। অভিযোগ ওঠে অল্প বয়সে শিশুদের মধ্যে ধর্মীয় বিভাজন সৃষ্টিতে এমন প্রশ্ন করা হয়েছে। 
ব্যবহারকারীরা আরও অভিযোগ করেন- ছোট বেলাতেই শিক্ষার্থীদের মনে সাম্প্রদায়িকতার বিষ ঢুকিয়ে দেয়া হচ্ছে। আর এ কারণেই জঙ্গীবাদের সৃষ্টি হচ্ছে। 
প্রশ্ন তৈরিকারী শিক্ষকদের প্রতিও ধিক্কার জানানো হয় বিভিন্ন পোস্টে। 

captcha