IQNA

মুসল্লিদের জন্য উন্মুক্ত করা হল অস্ট্রেলিয়ার গীর্জার দরজা

19:08 - November 22, 2016
সংবাদ: 2602010
আন্তর্জাতিক ডেস্ক: প্রতি শুক্রবার মুসলমানদের জন্য উন্মুক্ত করা হচ্ছে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় ফ্রিমানটেল শহরের ‘স্টুয়ার্ট পাওল’ গীর্জার দরজা।

Christiantoday এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: গীর্জায় খ্রিষ্টান ও মুসলমানদের মধ্যে সম্প্রীতি সেদিন থেকে শুরু হয় যেদিন ঐ এলাকার পেশ ইমাম মুসল্লিদের নামায আদায়ের নিরাপদ স্থানের সন্ধানে ঐ গীর্জার দরজা কড়া নেড়েছিলেন। আর ঐ গীর্জার ধর্মযাজকও তার আহবান সাড়া দিয়ে সেখানে নামায আদায়ের প্রস্তাব দেন।

ঐ এলাকার পেশ ইমাম কাতিয়া এসবিএস চ্যানেলকে বলেন: আমি ধর্মযাজকের প্রস্তাব শুনে হতভম্ব হয়ে গিয়েছিলাম, আমি আদৌ এতটা সহযোগিতা আশা করিনি।

তিনি বলেন: পরস্পরকে চেনার জন্য এটা অত্যন্ত কার্যকর সুযোগ।

ঐ গীর্জার ধর্মযাজক পিটার হ্যামফ্রেস বলেন: গীর্জা আগত ব্যক্তিদের সংখ্যা বৃদ্ধি পাক এটা আমি চাইতাম। আমি মনে করি পরস্পরের সহযোগিতায় আমরা মানবতাকে আরো ভালভাবে উপলব্ধি করতে সক্ষম হব এবং আরো অধিক পূর্ণতায় পৌঁছুতে পারবো। আর এ দু’টোই সকল ধর্মের অন্যতম প্রধান লক্ষ্য।#3548039


captcha