IQNA

আমেরিকায় ডে-কেয়ার মুসলিম শিশুর প্রতি অবিচার

23:53 - November 26, 2016
সংবাদ: 2602035
আন্তর্জাতিক ডেস্ক: এক মুসলিম শিশুকে হুমকি এবং শাস্তি দেওয়ার কারণে আমেরিকার ক্যারোলিনা প্রদেশের 'শার্লট' শহরের একটি ডে-কেয়ারের শিক্ষকের বিরুদ্ধে আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিল অভিযোগ করেছে।
আমেরিকায় ডে-কেয়ার মুসলিম শিশুর প্রতি অবিচার

বার্তা সংস্থা ইকনা: আমেরিকার ক্যারোলিনা প্রদেশের 'শার্লট' শহরের "ম্যাক লিম্বুর্ক" নামক ডে-কেয়ার এবং প্রি-স্কুলের এক শিশুকে অপমান এবং শারীরিক নির্যাতনের কারণে উক্ত স্কুলের শিক্ষকের বিরুদ্ধে আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিল অভিযোগ করেছে। ঐ শিক্ষকের বিরুদ্ধ আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিল ২৩শে নভেম্বর  ৩ পৃষ্ঠার একটি অভিযোগপত্র প্রস্তুত করে স্কুলের কর্তৃপক্ষ এবং উত্তর ক্যারোলিনার শিক্ষা অধিদপ্তর জমা দিয়েছে।
অভিযোগপত্রের একাংশে উল্লেখ করা হয়েছে, "ম্যাক লিম্বুর্ক" ডে-কেয়ার এবং প্রি-স্কুলের শিক্ষক 'ডেভিড কক্স রুদ' এক মুসলিম শিশুকে তার সহপাঠীদের থেকে বিচ্ছিন্ন করে রাখে এবং ঐখানে থাকা অবস্থায় তাকে দিয়ে ভারী বই এবং হেডফোন বহন করতে বাধ্য করে। মুসলিম শিশুকে দিয়ে দীর্ঘদিন এই কাজ কারার কারণে ঐ শিশুর মাজায় সমস্যা হয়েছে।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, 'ডেভিড কক্স রুদ' ঐ শিশুকে বেশ কয়েকবার "খারাপ মুসলিম শিশু" বলেছে।
ম্যাক লিম্বুর্ক স্কুলের মুখপাত্র রনি ম্যাককয় বলেছেন: স্কুল কর্তৃপক্ষ সক্রিয়ভাবে এই বিষয়ে তদন্ত করেছে।
iqna


captcha