IQNA

ওহিও বিশ্ববিদ্যালয়ে হামলার দায় স্বীকার করল দায়েশ

1:10 - December 01, 2016
সংবাদ: 2602063
আন্তর্জাতিক ডেস্ক: সোমবার (২৮শে নভেম্বর) আমেরিকা ওহিও স্টেটের বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসীদের হামলার ফলে ১১ জন আহত হয়েছে। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এই হামলার দায়ভার স্বীকার করেছে।


বার্তা সংস্থা ইকনা: দায়েশ তাদের নিজস্ব ওয়েবসাইট 'আমাকে' লিখেছে, এই হামলার মূল হোতা দায়েশের সৈন্য।

এদিকে আমেরিকান কর্তৃপক্ষ জানিয়েছে ওহিও স্টেটের কলম্বাস শহরে বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে সোমালিয়ান বংশোদ্ভূত ছাত্র 'আব্দুর রাজ্জাক আলী আর্টান'

দায়েশে তাদের প্রেরিত বার্তায় উল্লেখ করেছে: আন্তর্জাতিক জোটের (এন্টি আইএসআইএল জোট নামে প্রসিদ্ধ) জবাব দেওয়ার জন্য তারা এই হামলা চালিয়েছে।

দায়েশ এই বিষয়টি উল্লেখ করেনি যে, এই হামলা আমেরিকার বাহির থেকে পরিচালিত হয়েছে, নাকি 'আব্দুর রাজ্জাক আলী আর্টান' নিজের এই হামলার পরিচালক ছিল।

পুলিশ জানিয়েছে, ১৮ বছরের এই ঘাতক প্রথমে জনগণের মধ্যে একটি গাড়ি চলন্ত অবস্থায় তুলে দেয় এবং পরবর্তীতে কসাই ছুরি দিয়ে সাধারণ জনগণের ওপর হামলা চালায়। হামলারত অবস্থায় পুলিশ তাকে গুলি করে হত্যা করে।

আমেরিকান কর্তৃপক্ষ জানিয়েছে: আহতদের মধ্যে ৯ জন গড়িতে চাপা পড়ে আহত হয়েছে এবং অপর ২ জন ছুড়ির আঘাতে আহত হয়েছে। এই হামলায় আহত চার জন বর্তমানে হাসপাতালে রয়েছে।

সোমালিয়ান বংশোদ্ভূত 'আব্দুর রাজ্জাক আলী আর্টান'র ছবি; যা দায়েশ তাদের হামলা বলে ব্যবহার করছে

iqna

সোমালিয়ান বংশোদ্ভূত 'আব্দুর রাজ্জাক আলী আর্টান'র ছবি; যা দায়েশ তাদের হামলা বলে ব্যবহার করছে
সোমালিয়ান বংশোদ্ভূত 'আব্দুর রাজ্জাক আলী আর্টান'র ছবি; যা দায়েশ তাদের হামলা বলে ব্যবহার করছে

captcha