IQNA

মানসুর শামি'র সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত

23:57 - December 01, 2016
সংবাদ: 2602066
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি টেলিগ্রামের কুরআনিক চ্যানেলে মানসুর শামি দামানহুরের সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত প্রকাশিত হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: এক কুরআন মাহফিলে মানসুর শামি দামানহুর সূরা সিজদা'র ১১ থেকে ৩০তম আয়াত তিলাওয়াত করেছেন।
এছাড়াও অপর এক কুরআন মাহফিলে সুরা ইউসুফের একাংশ তিলাওয়াত করেছেন।
বার্তা সংস্থা ইকনা'র দর্শনার্থীদের জন্য মানসুর শামি দামানহুর সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত দু'টি উপস্থাপন করা হল:
iqna
 সিজদা সূরার ১১ থেকে ৩০ আয়াত
সিজদা সূরার ১১ থেকে ৩০ আয়াত
 

সূরা ইউসুফের ৫৩ থেকে ৫৬ নম্বর আয়াত



captcha