বার্তা সংস্থা ইকনা: বিক্ষোভকারীরা গভর্নরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করার আহ্বান জানিয়েছেন। জার্কাতার চীনা বংশোদ্ভূত খ্রিস্টান গভর্নর বাসুকি পুরনামা কুরআন অবমাননা করেছে বলে অভিযোগ উঠেছে। এদিকে, পুরনামা অবশ্যদাবি করেছে, তিনি বিরোধীদের ষড়যন্ত্রের শিকারে পরিণতহয়েছে।
গতকাল (২য় ডিসেম্বর) জাকার্তার ন্যাশনাল মনুমেন্ট পার্কে প্রায় দুই লাখ মুসলমান সমবেত হয়ে গর্ভনরের বিরুদ্ধে নানা শ্লোগান দেয়। তারা বলেছেন, আইন সবার জন্য সমান। কাজেই গভর্নরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।
বিক্ষোভ চলাকালেই সেখানে হাজির হন দেশটির প্রেসিডেন্ট জোকো জোকোইয়ি উইদোদো। তিনি বিক্ষোভকারীদেরকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভের সমাপ্তি টানার আহ্বান জানান।
এর আগে গত ৪ নভেম্বর গভর্নরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রায় এক লাখ মানুষ জাকার্তায় বিক্ষোভ করেন।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জাকার্তার গভর্নরের বক্তব্য ইসলাম অবমাননার পর্যায়ে পড়ে কিনা তা নিয়ে তদন্ত চলছে। ইসলাম অবমাননা করে থাকলে দেশটির আইনে গভর্নরের পাঁচ বছরের কারাদণ্ড হবে।