IQNA

মিশরে হস্তলিখিত প্রাচীন কুরআন শরিফের সন্ধান + ছবি

3:46 - December 06, 2016
সংবাদ: 2602099
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের বেহাইরা প্রদেশের দামানহুর শহরের 'মুকাররাম' মসজিদে পবিত্র কুরআন শরিফের এক খণ্ড প্রাচীন পাণ্ডুলিপি সহ ধর্মীয় গ্রন্থসমূহের সন্ধান পাওয়া গিয়েছে।
মিশরে হস্তলিখিত প্রাচীন কুরআন শরিফের সন্ধান



বার্তা সংস্থা ইকনা: আরবীয় বার্তা সংস্থা আল ইয়াওমুল সাবেতে একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে , মিশরের ওয়াকফ মন্ত্রণালয়ের উপমন্ত্রী শেখ মুহাম্মাদ সালান বলেছেন, বেহাইরা প্রদেশের দামানহোর শহরের মুকাররাম মসজিদে কিছু প্রাচীন বই এর পাণ্ডুলিপির সন্ধান পাওয়া গেছে; এগুলোর মধ্যে পবিত্র কুরআনের একটি প্রাচীন পাণ্ডুলিপি এবং কুরআনের কিছু তাফসীরের পাণ্ডুলিপিও পাওয়া গেছে।

তিনি বলেছেন, এ সব প্রাচীন বইয়ের পাণ্ডুলিপিগুলো যাচাই-বাছাইয়ের জন্য মিশরের ওয়াকফ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি গবেষণা টিম গঠিত হয়েছে; তারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে।

তিনি আরও বলেন: পবিত্র কুরআনসহ কিছু মূল্যবান গ্রন্থাবলীর প্রাচীন পাণ্ডুলিপি পাওয়াতে মিশরের জাতীয় লাইব্রেরীর জন্য অত্যন্ত গৌরবের বিষয়। এগুলো এখন থেকে মিশরের জাতীয় লাইব্রেরীর বিশেষ তত্ত্বাবধানে সংরক্ষণ করা হবে।

উল্লেখ্য, উদ্ধারকৃত মূল্যবান কুরআন শরিফের শেষের পৃষ্ঠাসমূহে এই ঐশী কিতাবের কতগুলো অক্ষর ব্যবহার করা হয়েছে তা উল্লেখ করা হয়েছে। এই বিষয়টি অন্য কোন কুরআনে উল্লেখ করা হয়নি।

iqna



captcha