গীর্জার ভবনটি হস্তান্তরের পর গীর্জা ও ব্রিজপোর্ট ইসলামি কেন্দ্র যৌথভাবে, দুস্থদের মাঝে খাদ্য বিতরণ ও আশ্রয়হীনদের আশ্রয় প্রদানের মত সেবা প্রদান করবে।
গীর্জার এ ভবনটি ১৯২০ সালে নির্মিত এবং এটি ৩ হাজার লোক ধারন ক্ষমতা সম্পন্ন।
ঐ গীর্জার ধর্মযাজক সারা স্মিথ বলেছেন: আমরা শেষ হয়ে যাচ্ছি না, বরং আমরা স্থান পরিবর্তন করছি। কারণ একটি নতুন স্থানের প্রয়োজন অনুভব করছি, পাশাপাশি এমন একটি ছোট স্থানের সন্ধান করছি যার ব্যবস্থাপনার খরচও হবে অল্প।
ব্রিজপোর্ট ইসলামি কেন্দ্রের প্রধান আহমাদ ইব্রাহিম জানিয়েছেন, এ ভবন ১০০০ মুসলিম পরিবারের জন্য একটি উত্তম স্থান।
প্রসঙ্গত, ইসলামি সংস্থাগুলো সম্প্রতি বছরগুলোতে ভবন ক্রয় এবং ভাড়া নেয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন।#3551524