IQNA

19:28 - December 10, 2016
সংবাদ: 2602128
সাংস্কৃতিক ডেস্ক: ১২ থেকে ১৭ রবিউল আওয়াল ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পাকিস্তানের শিয়া ও সুন্নি আলেমদের উপস্থিতি অনুষ্ঠিত হবে।

পাকিস্তান থেকে ইকনা প্রতিবেদকে রিপোর্ট: পাকিস্তানের বিভিন্ন শিয়া সংগঠনের উদ্যোগে এ কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে। মহানবি (স.) এর জন্মদিবস উপলক্ষে বিশেষ আনন্দ মাহফিল এর অন্যতম।

ঐক্য সপ্তাহ উপলক্ষে বিশেষ র‌্যালীর আয়োজন এবং সুন্নি মুসলমানদের উদ্যোগে আয়োজিত মাহফিলে অংশগ্রহণও ঐ কর্মসূচীর অন্তর্ভুক্ত।

পাকিস্তানের ‘আসগারিয়া’ ছাত্র ইউনিয়ন ও ইমামিয়া স্টুডেন্ট অর্গানাইজেশান এ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক ও ইলমি কর্মসূচী হাতে নিয়েছে। এতে শিয়া মনীষীরা ছাড়াও সুন্নি মাযহাবের গণ্যমান্য আলেমগণ অংশগ্রহণ করবেন।

সুন্নি মাযহাবের মনীষীদের বর্ণনার ভিত্তিতে ১২ রবিউল আওয়াল এবং শিয়া মাযহাবের মনীষীদের বর্ণনানুযায়ী ১৭ রবিউল আওয়াল মহানবি (স.) জন্মলাভ করেন। শিয়া ও সুন্নি মাযহাবকে পরস্পরের নিকটবর্তী করণের লক্ষ্যে এই দুই তারিখের ব্যবধানকে ইসলামি বিপ্লবের মহান স্থপতি ইমাম খোমেনি (রহ.) ইসলামি ঐক্য সপ্তাহ হিসেবে নামকরণ করেছেন।#3552403


নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য: