বার্তা সংস্থা ইকনা: ইসরাইলের এ পরমাণু পরীক্ষার বিষয়ে প্রেসিডেন্ট জিমি কার্টারকে জানানো হয়েছিল; তা সত্ত্বেও মার্কিন কয়েকটি প্রশাসন বিষয়টি গোপন রাখে। কিন্তু গত বৃহস্পতিবার আমেরিকার জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের জাতীয় নিরাপত্তা আর্কাইভ থেকে গোপন তথ্য ফাঁস করা হয়েছে। ফলে নতুন করে বিষয়টি আবার আলোচনায় উঠে এসেছে।
বিষয়টি নিয়ে ইরানের প্রেস টিভিকে সাক্ষাৎকার দিয়েছেন আমেরিকার সিয়াটেল থেকে সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার রিচার্ড সিলভারস্টেইন। তিনি বলেছেন, মার্কিন সরকার কয়েক দশক ধরে ইসরাইলের পরমাণু কর্মসূচির কথা প্রকাশ করতে চায় নি; ৩৭ বছর ধরে মার্কিন সরকার ইসরাইলের এ পরীক্ষার কথা গোপন রেখেছে। মার্কিন সরকারের এ ভূমিকার বিরুদ্ধে নিন্দা জানান সিলভারস্টেইন। পাশাপাশি তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করে বলেন, তারাও ইসরাইলের এ গোপন কর্মসূচির বিষয়ে চুপ ছিল। তিনি জানান, ইসরাইলের হাতে ২০০’র বেশি পরমাণু অস্ত্র রয়েছে যার কারণে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।# পার্সটুডে