IQNA

ঈদে মিলাদুন্নাবি (স.) উপলক্ষে;

টেক্সাস ইসলামি কেন্দ্রে বিশেষ অনুষ্ঠান

20:51 - December 18, 2016
সংবাদ: 2602184
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রদেশের ‘শুগারল্যান্ড’ শহরের ‘হযরত মারিয়াম (আ.)’ ইসলামি কেন্দ্রে, মহানবি (স.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ‘উম্মাতে ওয়াহদাহ’ শীর্ষক অনুষ্ঠান বিভিন্ন ধর্মের আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

MaryamIslamicCenter ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজের শিক্ষক ও ছাত্রদের অংশগ্রহণের মধ্য দিয় গত শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ঐক্যের নিদর্শন স্বরূপ পরস্পরের হাত ধরে দোয়া করেন।

মহানবি (স.) এর জীবনীর উপর আলোকপাত করে বক্তব্য এবং রাতের খাবার পরিবেশন ছিল এ অনুষ্ঠানের কর্মসূচীর অন্যতম।

এদিকে, এ ইসলামি কেন্দ্রের সদস্যরা গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) হিউস্টন ফুড ব্যাংকের সহযোগিতায় ৩৫০০ প্যাকেট খাদ্য দুস্থদের মাঝে বিতরণ করেছে। এছাড়া আজ ৪০০০ প্যাকেট বিতরণের কথা রয়েছে।

#3554539


টেক্সাস ইসলামি কেন্দ্রে বিশেষ অনুষ্ঠান

টেক্সাস ইসলামি কেন্দ্রে বিশেষ অনুষ্ঠান
captcha