MaryamIslamicCenter ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজের শিক্ষক ও ছাত্রদের অংশগ্রহণের মধ্য দিয় গত শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ঐক্যের নিদর্শন স্বরূপ পরস্পরের হাত ধরে দোয়া করেন।
মহানবি (স.) এর জীবনীর উপর আলোকপাত করে বক্তব্য এবং রাতের খাবার পরিবেশন ছিল এ অনুষ্ঠানের কর্মসূচীর অন্যতম।
এদিকে, এ ইসলামি কেন্দ্রের সদস্যরা গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) হিউস্টন ফুড ব্যাংকের সহযোগিতায় ৩৫০০ প্যাকেট খাদ্য দুস্থদের মাঝে বিতরণ করেছে। এছাড়া আজ ৪০০০ প্যাকেট বিতরণের কথা রয়েছে।