বার্তা সংস্থা ইকনা: হযরত আয়াতুল্লাহ আল উযমা জাওয়াদি আমুলী ইরানের ধর্মীয় শিক্ষালয়ের নৈতিকতা বিস্তার পরিষদের সদস্যদের সাথে আলাপকালে বলেন: সমাজের মানুষকে আখলাক ও নৈতিকতায় প্রশিক্ষিত করা প্রত্যেক জ্ঞানী ও শিক্ষিত মানুষের দায়িত্ব। কিন্তু আজ আমরা অত্যন্ত দু:খের সাথে প্রত্যক্ষ করছি যে, একশ্রেণীর শিক্ষক এ নিজেরাই নৈতিকতার অভাবে ভুগছে, এমতাবস্থায় কিভাবে তারা সমাজের মানুষকে নৈতিকতার সাথে পরিচিত করবে।
তিনি মানব জীবনে নৈতিকতার গুরুত্বের প্রতি ইশারা করে বলেন: ইসলামের নৈতিকতার গুরুত্ব অপরিসীম; স্বয়ং রাসূল (সা.) একটি হাদীসে বর্ণনা করেছেন যে, আমি মানুষকে নৈতিকতা ও উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে নবুয়তের দায়িত্বে অধিষ্ঠিত হয়েছে। তিনি তার উত্তম চরিত্রের মাধ্যমে আরবের মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে সক্ষম হয়েছিলেন।
হযরত আয়াতুল্লাহ আল উযমা জাওয়াদি আমুলী আরও বলেন: আমরা যদি একটি শান্তিময় ও বসবাসযোগ্য সমাজ চাই, তাহলে অবশ্যই আমাদেরকে নৈতিকতা ও উত্তম আচরণে সমৃদ্ধ হতে হবে।