IQNA

উর্দু ভাষায় সর্বোচ্চ নেতার ঐতিহাসিক ফতওয়া অনূদিত

19:57 - December 21, 2016
সংবাদ: 2602203
আন্তর্জাতিক ডেস্ক: ‘সুন্নি মাযহাবের নিকট সম্মানিত এমন বিষয়াদি’র প্রতি অবমাননা হারাম হওয়ার বিষয়ে ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল-উজমা খামেনেয়ী’র ফতওয়া পাকিস্তানের লাহোর শহরে উর্দু ভাষায় প্রকাশিত হয়েছে।

ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থ ইকনা: এ বইতে সুন্নি মাযহাবের নিকট সম্মানিত এমন বিষয়াদির প্রতি অবমাননা হারাম হওয়ার বিষয়ে ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল-উজমা খামেনেয়ী’র ফতওয়া এবং সর্বোচ্চ নেতার এ ঐতিহাসিক ফতওয়ার বিষয়ে মুসলিম বিশ্বের আলেম সমাজের মতামত উল্লেখ করা হয়েছে।

উল্লিখিত গ্রন্থটি মুহাম্মাদ হাসান তাবাররাইয়ান ও মুহাম্মাদ মাহদি তাসখিরি কর্তৃক সংকলিত এবং হুসাইন নওয়াজ জাফারি উর্দুতে অনুবাদ করেছেন।#3555738


captcha