আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিশিষ্ট আলেম ও তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, সিরিয়ায় সন্ত্রাসীদের কাছ থেকে আলেপ্পো শহর পুনরুদ্ধার এবং প্রতিরোধ যোদ্ধাদের বিজয়ের ফলে এ অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠী ও তাদের সমর্থকরা কার্যত কোণঠাসা হয়ে পড়েছে।
বার্তা সংস্থা ইকনা: তিনি আলেপ্পো বিজয়ে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, শহীদদের রক্তের বিনিময়ে আলেপ্পো মুক্ত করা সম্ভব হয়েছে। বৃহৎ শক্তিগুলো ও এ অঞ্চলের রাজতন্ত্র শাসিত কয়েকটি আরব দেশ সন্ত্রাসীদের বিপুল অর্থ ও অস্ত্র দিয়ে সহযোগিতা করলেও তারা তাদের লক্ষ্যে পৌঁছতে পারেনি।
ইরানের এ বিশিষ্ট আলেম আলেপ্পো বিজয়কে ইসলামী শক্তির বিজয় অভিহিত করে বলেছেন, শহীদদের রক্তের বিনিময়ে আলেপ্পোকে মুক্ত করা সম্ভব হয়েছে। তিনি বাহরাইনের জনগণের ওপর সেদেশের সরকারের দমন-পীড়ন ও বাক স্বাধীনতার দাবিদার আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর নীরবতার কথা উল্লেখ করে বলেছেন, বাহরাইনের জনগণ শুধুমাত্র ব্যক্তি ও বাক স্বাধীনতার দাবি জানিয়ে আসছে। কিন্তু দেশটির স্বৈর সরকার জনগণের ন্যায্য দাবি পূরণ করা তো দূরের কথা তাদের মসজিদ ও অন্যান্য ধর্মীয় স্থাপনাগুলোর ক্ষতি করছে এবং জনগণের প্রাণপ্রিয় নেতাদের নাগরিকত্ব বাতিল ও বহু মানুষকে কারাগারে নিক্ষেপ করেছে।
তেহরানে জুমার নামাজের এই খতিব ইয়েমেনে সৌদি আগ্রাসন ও গণহত্যারও তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, সৌদি সরকার মুসলিম দেশগুলোকে ধ্বংসের জন্য উঠেপড়ে লেগেছে কিন্তু মুসলিম জাগরণের ফলে তারাই ধ্বংস হয়ে যাবে।
iqna