আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা জুড়ে যে হীন অপরাধ তৎপরতা চালিয়ে যাচ্ছে তার সঙ্গে পবিত্র ইসলাম বা ইসলামের সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব হযরত মুহাম্মদ (সাঃ) কোন সম্পর্ক নেই। তারা ইসলামের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করছে বলেও জানান তিনি।
বার্তা সংস্থা ইকনা: লেবাননের রাজধানী
বৈরুত থেকে ভিডিও লিংকের মাধ্যমে নিজ সমর্থকদের উদ্দেশ্যে
দেয়া ভাষণে এ সব কথা বলেন তিনি। তিনি আরো বলেন,
ইসলামের ভাবমর্যাদা বিনষ্ট করার তৎপরতা নতুন পর্যায়ে পৌঁছেছে। দায়েশের
হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানোর দায়িত্ব বিশ্বের সব মুসলমানের ওপর বর্তিয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন,
এ সব অপরাধ
তৎপরতার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই তা আন্তর্জাতিক সম্প্রদায়ের
কাছে তুলে ধরতে হবে।
তিনি বলেন, দায়েশের মতো উগ্রবাদের জন্ম হয়েছে ওয়াহাবি
মতবাদ থেকে। মুসলমানদের গুরুত্বপূর্ণ সমস্যা বিশেষ করে ফিলিস্তিনি সংকটকে
ওয়াহাবিরা গ্রাহ্যই করে না।
ওয়াহাবি উগ্রবাদীদের বর্বরতার বিরুদ্ধে বিশ্বের মুসলমানদের কঠোর নিন্দা জানানো উচিত বলে জানান
তিনি। এ ছাড়া, দায়েশ বা অন্যান্য উগ্রবাদী গোষ্ঠীকে ইসলামের সঙ্গে
সম্পর্কিত করার অপচেষ্টারও নিন্দা জানান তিনি।
তিনি বলেন, গত বছর ইসলাম এবং ইসলামের নবী মুহাম্মদ(সা)কে
ভয়াবহ অবমাননা করা হয়েছে। ইসলাম এবং নবীর নামে অপরাধ তৎপরতা চালিয়ে তাকফিরি
সন্ত্রাসীগোষ্ঠী দায়েশই সবচেয়ে জঘন্য অবমাননা করেছে বলে উল্লেখ করেন তিনি। পার্সটুডে
iqna