জম্মু ও কাশ্মীর রাজ্যের মুখ্যমন্ত্রী 'মাহবুবা মুফাত্তা'
বার্তা সংস্থা ইকনা: জম্মু ও কাশ্মীরের 'মুয়িনুল ইসলাম' আঞ্জুমানের পক্ষ থেকে এবং পর্যটন কর্তৃপক্ষের সহযোগিতায় জম্মু ও কাশ্মীরের মিউজিয়ামটি নির্মিত হয়েছে।
এছাড়াও উক্ত মিউজিয়ামে কারুশিল্প, মধ্য এশিয়ার হস্তলিখিত পাণ্ডুলিপি ও ঐতিহাসিক শিল্পকর্ম যা তিব্বত ও কাশ্মীর রক্ষণাবেক্ষণ ছিল সেগুলো উপস্থাপন করা হয়েছে। এসকল মূল্যবান শিল্পকর্ম প্রায় ৪০০ বছরের প্রাচীন।
জম্মু ও কাশ্মীর শিক্ষা মন্ত্রী 'নায়িমুল আখতার' পবিত্র কুরআনের প্রাচীন পাণ্ডুলিপি প্রদর্শনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উক্ত প্রদর্শনী উদ্বোধন করেছেন জম্মু ও কাশ্মীর রাজ্যের মুখ্যমন্ত্রী 'মাহবুবা মুফাত্তা'।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন: আমাদের সাংস্কৃতিক শিকড় আঁকড়ে ধরে রাখতে হবে, যাতেকারে ভবিষ্যৎ প্রজন্মের নিকটে তা পৌঁছে দেয়া যায় এবং তারা এ থেকে শিক্ষা অর্জন করে।