Indy Star ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: হযরত ঈসা (আ.) এর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ আনন্দ উৎসবে যোগদানের জন্য ইন্ডিয়ানা পুলিসের জনগণ এবং ইসলামি বিভিন্ন সংস্থার সদস্যদের প্রতি আহবান জানিয়েছে ঐ গীর্জা কর্তৃপক্ষ।
ইন্ডিয়ানা পুলিস শহরের ইসলামি সংস্থার প্রতিনিধি ‘আয়াস রেদাদ’ এ সমাবেশ তার বক্তব্যে বলেন: সম্পর্কের স্থাপন এবং ভয়-ভীতিকে ঝেড়ে ফেলার সময় এসেছে। কারণ এ ভীতি সমাজে উদ্বেগ সৃষ্টির মূল কারণগুলোর একটি।
তিনি বলেন: এ শহরে এবারই প্রথমবারের মত মুসলমানদেরকে আতিথ্য দিচ্ছে গীর্জা। কিন্তু বহু সংখ্যক মুসলমান গীর্জায় উপস্থিত হয়ে হযরত ঈসা (আ.) এর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগদান করে থাকে। কারণ ইসলাম ধর্মে হযরত ঈসা (আ.) ও হযরত মারিয়াম (আ.) বিশেষ স্থানের অধিকারী। ইঞ্জিলে তারা যে মর্যাদার অধিকারী কুরআনেও তারা একই মর্যাদার অধিকারী
এরপর তিনি হযরত ঈসা (আ.) সম্পর্কে পবিত্র কুরআনের কয়েকটি আয়াত তেলাওয়াত করেন। যা উপস্থিত খ্রিষ্টানদেরকে অবাক করে দেয়। তারা নিশ্চিতভাবে বলতে পারছিল না যে, এটা কুরআনের আয়াত নাকি ইঞ্জিলের।
ঐ গীর্জার ধর্মযাজক বলেন: জনগণ সন্ধীর বার্তা শুনতে অধীর আগ্রহে অপেক্ষমান। আজকের দিন সম্প্রীতি ও সংহতির দিন। কোনকিছুই মুসলমান ও খ্রিষ্টানদের মধ্যকার বন্ধুত্বের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না।#3556691