IQNA

নেদারল্যান্ডে অগ্নিদগ্ধ মসজিদ পুনর্নির্মাণের জন্য অনুদান সংগ্রহ

23:44 - January 04, 2017
সংবাদ: 2602296
আন্তর্জাতিক ডেস্ক: নেদারল্যান্ডস 'কুলারবার্গ' শহরের মসজিদে অজ্ঞাত পরিচয়ের ইসলাম বিদ্বেষীরা অগ্নি সংযোগ করেছে। এই অগ্নি সংযোগের ফলে মসজিদে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। অগ্নিদগ্ধ মসজিদ পুনর্নির্মাণের জন্য কুলারবার্গ শহরের মুসলিম কমিউনিটি এসোসিয়েশন ২ লাখ ৭০ হাজার ইউরো সংগ্রহ করেছে।
নেদারল্যান্ডে অগ্নিদগ্ধ মসজিদ পুনর্নির্মাণের জন্য অনুদান সংগ্রহ

বার্তা সংস্থা ইকনা: নেদারল্যান্ডের প্রায় ১৫টি মসজিদ এই অনুদান সংগ্রহের প্রচারণায় অংশগ্রহণ করেছে। মসজিদ পুনর্নির্মাণের জন্য অনুদান সংগ্রহ ক্ষেত্রে কুলারবার্গ শহরের মুসলিম কমিউনিটি এসোসিয়েশন একনিষ্ঠভাবে সহযোগিতা করেছে।
গত সপ্তাহে অজ্ঞাত পরিচয়ের ইসলাম বিদ্বেষীরা এই অগ্নি সংযোগ করেছে। কুলারবার্গ শহরের একটি সুইমিং পুলের ভবনে মসজিদ নির্মাণের কাজ চলছিল। কিন্তু অগ্নি সংযোগের ফলে ভবনটি ব্যাপক ক্ষতি হয়। পুলিশ জানিয়েছে, ইসলাম বিদ্বেষীরা ইচ্ছাকৃত ভাবে মসজিদে আগুন লাগিয়েছে।
গত বছরের প্রথম দিকে ঐ ভবনটি কুলারবার্গ শহরের মুসলিম কমিউনিটি এসোসিয়েশন মুসলমানদের ধর্মীয় কাজ এবং নামাজ আদায়ের জন্য ক্রয় করে।
মসজিদ নির্মাণের ক্ষেত্রে সাহায্যের জন্য সেদেশের টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়া হয়। এছাড়াও সামাজিক নেটওয়ার্ক ফেসবুকেও প্রচারণা চালানো হয়।
কুলারবার্গ শহরের মুসলিম কমিউনিটি এসোসিয়েশনের প্রধান 'হাসান বারযিযু' বলেন: মসজিদটি নির্মাণের জন্য কি পরিমাণ অর্থ ব্যয় হবে তা এখনো স্পষ্ট নয়। আমরা বর্তমানে সুইমিং পুলের ক্ষতিগ্রস্ত ভবনে পুনর্নির্মাণের জন্য পদক্ষেপ গ্রহণ করেছি।
iqna


captcha