
পার্সটুডে'র উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট: মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি বলেছেন, পূর্ব বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর ভালো কোনো ধারণা নয় এবং সামগ্রিক শান্তি প্রক্রিয়ার জন্য এটি গঠনমূলকও নয়। গতকাল (বুধবার) এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানাস্তর এবং জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন প্রশাসনের স্বীকৃতি দেয়ার জন্য আমেরিকার তিন সিনেটরের পক্ষ থেকে কংগ্রেসে বিল আনা হয়েছে। এ সম্পর্কে জানতে চাইলে জন কিরবি এসব কথা বলেন। তিনি আশ্বাস দেন, বর্তমান প্রশাসন এ আইনের বিরোধিতা করবে।
কিরবি বলেন, "এই নীতিই আমাদের আছে এবং ছিল। তার আগের প্রশাসনেরও নীতি ছিল যে, জেরুজালেমে দূতাবাস স্থানান্তর কোনো ভালো ধারণা নয়। সামগ্রিক শান্তি প্রক্রিয়ায় তা গঠনমূলকও নয়। এটি বরং আমাদের কিছু লোক, সেনা ও দূতাবাস কর্মীদের বিপদের দিকে ঠেলে দিতে পারে। কাজেই আমরা এ পদক্ষেপ সমর্থন করি না। আমরা যা সমর্থন করছি সেই নীতিতেই অটল আছি।”
তিনি আরো বলেন, "যদি পরবর্তী প্রশাসন সামনে এগোতে চায় তাহলে নিশ্চিতভাবেই তাদের সেই বিশেষ ক্ষমতা আছে, কিন্তু বারাক ওবামা এখনো আমেরিকার প্রেসিডেন্ট এবং ওবামা প্রশাসনের অধীনে আমরা দূতাবাস স্থানান্তরকে সমর্থন করি না।”
জন কিরবি মনে করেন, এ পদক্ষেপ কেবল ফিলিস্তিনে নয় বরং মধ্যপ্রাচ্যের অন্যান্য জায়গায়ও উত্তেজনা বাড়াতে পারে।#