বার্তা সংস্থা ইকনা: ইরানের নীতি নির্ধারণী পরিষদের চেয়ারম্যান আয়াতুল্লাহ হাশেমী রাফসানজানি আজ (৮ জানুয়ারি) বিকেলে তেহরানের তাজরিশ এলাকায় শোহাদা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ইমাম খোমেনি (রহ.), ইসলামি বিপ্লব ও ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর ঘনিষ্ট বন্ধু হৃদজনিত সমস্যার কারণে ইন্তিকাল করেন।
ইরানের প্রেসিডেন্ট হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ড. হাসান রুহানি নীতি নির্ধারণী পরিষদের চেয়ারম্যানের মৃত্যুর পর হাসপাতালে তার মরদেহে’র পাশে উপস্থিত হন। অতঃপর অশ্রুসিক্ত চোখে হাসপাতাল ত্যাগ করেন।
প্রসঙ্গত, আয়াতুল্লাহ রাফসানজানির লাশ হাসপাতাল থেকে জামারানে নেয়া হয়েছে। ইরানের এ বর্ষীয়ান রাজনীতিবিদের জানাযা আগামী মঙ্গলবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।#3560917