IQNA

আয়াতুল্লাহ হাশেমি’র মৃত্যুতে নাসরুল্লাহ'র শোক প্রকাশ

19:41 - January 09, 2017
সংবাদ: 2602332
আন্তর্জাতিক ডেস্ক: আয়াতুল্লাহ হাশেমি রাফসানজানির ইন্তিকালে শোক প্রকাশ করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন (হিজবুল্লাহ)-এর প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ।

 আবনা'র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: আজ সোমবার (৯ জানুয়ারি) প্রকাশিত ঐ শোক বার্তায় বলা হয়েছে:

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতরাতে (রোববার, ৮ জানুয়ারি) বর্তমান মুসলিম উম্মাহ’র সনামধন্য এক ব্যক্তিত্ব আয়াতুল্লাহ শেইখ আলী আকবার হাশেমি রাফসানজানি আমাদের মাঝ থেকে গত হয়েছেন। মহান আল্লাহ্ তাকে নিজের রহমতের ছায়াতলে স্থান দান করবেন, ইনশা আল্লাহ্। তিনি দীর্ঘ ৩৪ বছর ধরে ইসলামি প্রতিরোধ আন্দোলনে আমাদের জন্য একজন অভিভাবক, পৃষ্ঠপোষক, আস্থাস্থল, সহমর্মী ও দয়ালু পিতার মত ছিলেন। তিনি কঠিন পরিস্থিতিতেও আমাদের শক্ত সমর্থক ছিলেন।

ঐ শোকবার্তায় আরও বলা হয়েছে, মুসলিম উম্মাহর অক্ষ; ফিলিস্তিন ও কুদসে’র প্রতি মরহুম হাশেমি রাফসানজানির বিশ্বাস ছিল সুদৃঢ়; এ আন্দোলনে তিনি ছিলেন পতাকাবাহী। ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে জায়নবাদী ইসরাইলের বিভিন্ন প্রকল্পের বিরুদ্ধে তিনি ছিলেন অটল। সর্বদা তিনি ফিলিস্তিনিদেরকে সমর্থন করেছেন।

বিভিন্ন প্রেক্ষাপটে হিজবুল্লাহ ইস্যুতে তার অবস্থানকে আমরা কখনই ভুলবো না। তিনি আমাদের আনন্দে আনন্দিত হতেন এবং আমাদের দুঃখে দুঃখ পেতেন।

হিজবুল্লাহ’র প্রধান হিসেবে আমি প্রতিরোধ আন্দোলনের সকল সদস্য, শহীদ ও আহতদের পরিবার, ইসলামি প্রতিরোধ আন্দোলনের সকল শুভাকাঙ্খীদের পক্ষ থেকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল-উজমা খামেনেয়ী, মারজাগণ, মরহুমের পরিবার, ইসলামি প্রজাতন্ত্র ইরানের কর্তৃপক্ষ ও ইরানি জাতির প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি মহান আল্লাহর দরবারে মহান এ শেইখের জন্য রহমত, সুউচ্চ মর্যাদা এবং এ ব্যক্তিত্বের পরিবার-পরিজনদের জন্য ধৈর্য কামনা করি।

সৈয়দ হাসান নাসরুল্লাহ

সোমবার, ১০ রবিউস সানী ১৪৩৮; ৯ জানুয়ারি ২০১৭

captcha