আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের সরকার অপপ্রচারের বাহানায় শিয়া মুসলমানদের অন্তর্গত দুইটি টেলিভিশন চ্যানেলের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
বার্তা সংস্থা ইকনা:
সন্ত্রাসী গ্রুপ দমন এবং নিরাপত্তা সংগঠন সংক্রান্ত নতুন আইন বাস্তবায়নের জন্য এই দুটি
চ্যানেল বন্ধ করা হয়েছে। সরকার দাবী করেছে, চ্যানেল দুটির সাথে সামরিক
এবং রাষ্ট্রের বিরোধী দলের সাথে যোগাযোগ রয়েছে।
তবে তুরস্কের সরকার
এখনও পর্যন্ত এ ব্যাপারে কোন প্রমাণ উপস্থাপন করতে পারেনি।
Kanal 12 এবং On4
TV চ্যানেল
দুটি তুরস্কের শিয়া মুসলমান কর্তৃক পরিচালিত হত।
প্রাপ্তি তথ্য অনুযায়ী,
এই চ্যানেল
দুটির অন্তর্গত সকল সম্পদ রাষ্ট্রের কোষাগারে হস্তান্তর করা হয়েছে।