IQNA

কোয়েটা শহরে নতুন কুরআনিক স্কুল প্রতিষ্ঠা

21:04 - January 30, 2017
সংবাদ: 2602453
কুরআন বিষয়ক কার্যক্রম ডেস্ক: পাকিস্তানের কোয়েটা শহরের জনগণের সহযোগিতায় ৩টি কুরআনিক স্কুল প্রতিষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের কোয়েটা শহরের ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতা এবং কোয়েটা শহরের যুবকদের প্রচেষ্টায় হুসাইন আবাদ এলাকার ‘আল-মুজাম্মিল’ ইন্সটিটিউট, আলামদার স্ট্রীটে অবস্থিত ‘খাযিনাতুল ইলম’ স্কুল এবং নাসিরবাদের ‘সুবহে নও’ একাডেমি নামক ৩টি কুরআনিক স্কুলের উদ্বোধন করা হয়েছে।

কুরআন ভিত্তিক এ সকল স্কুলে কুরআন পড়তে শেখার পাশাপাশি এতে তারতিল, তেলাওয়াত ও হেফজ এবং ইসলামি আকিদা, আহকাম ও আখলাকসহ বিভিন্ন ইসলামি শিক্ষাও প্রদান করা হবে।

এ স্কুলগুলোতে কম্পিউটার ও ইংরেজি ভাষাও শেখানোর পাশাপাশি ক্রীড়া বিষয়ক বিভিন্ন কর্মসূচীও হাতে নেয়া হয়েছে।#3568287


captcha