আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডা: হাসান রুহানি বলেছেন, ইসলামী বিপ্লব বিজয়ের বিগত ৩৮ বছরে ইরানের সাহসী জনগণ এটা প্রমাণ করেছে যে, কোন পরাশক্তি এবং ইসলামের শত্রুদের চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে তাদের কষ্টার্জিত ইসলামী বিপ্লবকে রক্ষা করতে বদ্ধপরিকর; তাই আমেরিকার নবাগত প্রেসিডেন্ট ট্রাম্পকেও এ বিষয়টি জানা উচিত।
বার্তা সংস্থা ইকনা: ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আজ শুক্রবার ১০ই ফেব্রুয়ারি রাজধানী তেহরানে বিপ্লব বার্ষিকীর সমাবেশে বলেছেন, সারা দেশে ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকীর শোভাযাত্রায় লাখ লাখ মানুষ অংশ নিয়ে আমেরিকার নয়া প্রশাসনের মিথ্যাচারের জবাব দিয়েছে।
তিনি আরও বলেছেন, মহান ইরানি জাতিকে হুমকি দেয়ার কারণে বিশ্বের বলদর্পী শক্তিগুলো অনুশোচনা করবে। তিনি বলেন, জনগণের এ সরব উপস্থিতির মাধ্যমে তারা বিশ্বকে এ বার্তাই দিচ্ছে যে, ইরানি জাতির সঙ্গে সম্মান এবং মর্যাদার ভাষায় কথা বলতে হবে, ভয় ও হুমকির ভাষায় নয়।
তিনি বলেন, গত ৩৮ বছরে ইরানি জাতি এটা প্রমাণ করেছে যে, যারাই তাদের সঙ্গে হুমকির ভাষায় কথা বলেছে তারাই পরবর্তীতে অনুশোচনায় ভুগেছে।
ড. রুহানি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি গোটা বিশ্ব মেনে নিয়েছে এবং ইরানের পরমাণু পণ্য এখন আন্তর্জাতিক বাজারে প্রবেশ করছে। এ সময় তিনি ইসলামি বিপ্লব বিজয়ের পর থেকে শত্রুদের অব্যাহত নানা ষড়যন্ত্রমূলক তৎপরতার নিন্দা জানান।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট আরও বলেন: ইরানি জনতা যে কোন দল বা মতের হোক না কেন তারা জাতীয় ও ইসলামী বিষয়াদিতে এক ও অভিন্ন মতপোষণ করে এবং এক্ষেত্রে কোন ছাড় দিতে মোটেও প্রস্তুত নয়।
iqna