IQNA

ইমাম মাহদীর(আ.) সাথে সাক্ষাতের কোন পথ আছে কি?

22:21 - February 15, 2017
সংবাদ: 2602539
আন্তর্জাতিক ডেস্ক: ইমাম মাহদীর সাক্ষাত পাওয়া হচ্ছে তার দয়া ও করুনার উপর নির্ভরশীল। কেননা অন্তর্ধানের যুগের দাবিই হচ্ছে তাকে দেখা যাবে না। কিন্তু তিনি দয়া করে কিছু মহান আধ্যাত্মিত ওলি আউলিয়াদের সাথে সাক্ষাত করে থাকেন।

বার্তা সংস্থা ইকনা: হুজ্জাতুল ইসলাম কারেগার বলেন, ইমাম মাহদীকে দেখার একমাত্র পথ হচ্ছে তাকওয়া, পরহেজগারিতা, অন্তরও বাহিরকে সকল প্রকার গোনাহ থেকে পাক পাবিত্র করা। আর যতক্ষণ না কেউ নিজের মধ্যে এই আধ্যাত্মিক পরিবর্তণ সাধন না করতে পারবেন, ততক্ষণ তার পক্ষে ইমামের সাক্ষাত পাওয়া সম্ভব নয়।

আর এর জন্য প্রয়োজন দিবারাত্র ইমাম মাহদীর জন্য অপেক্ষায় থাকা, দোয়া ও নামাজ আদায় করা এবং নিজেকে ইমাম মাহদীর পছন্দনীয় করে গড়ে তোলা।

বিভিন্ন হাদিসে ইমাম মাহদীর সাক্ষাত পাওয়ার জন্য কিছু আমলের কথঅ বলা হয়েছে, যেমন:

১-যিয়ারাতে জামে কাবিরা পাঠ করা,

২- নিয়মিত দোয়া আহদ পাঠ করা

৩- যিয়ারাতে আলে ইয়াসীন পাঠ করা

৪- এই দোয়াটি পাঠ করা: للَّهُمَّ أَرِنَا وَجْهَ وَلِیِّکَ الْمَیْمُونِ فِی حَیَاتِنَا وَ بَعْدَ الْمَنُونِ  ...

৫- প্রতি জুম্মার দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং ঈদে গাদিরে দোয়া নুদবা পাঠ করা।
শাবিস্তান
ট্যাগ্সসমূহ: ইকনা ، ইমাম ، মাহদী ، ইসলাম
captcha