IQNA

আগুনে পুড়ে ধ্বংস হল তুরস্কের একটি মসজিদ

16:09 - February 16, 2017
সংবাদ: 2602546
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের কুনিয়া শহরের সারজুকুলু এলাকার 'শোকরী আরসুভী' মসজিদে গতকাল (১৫ ফেব্রুয়ারি) রাতে বৈদ্যুতিক তারের সংযোগের ফলে আগুনে পুড়ে ধ্বংস হয়েছে।
আগুনে পুড়ে ধ্বংস হল তুরস্কের একটি মসজিদ

বার্তা সংস্থা ইকনা: গতকাল রাতে মসজিদটিতে আগুন লাগার সাথে সাথে অগ্নিনির্বাপক কর্মীগণ ঘটনাস্থলে উপস্থিত হয়।

অগ্নিনির্বাপক কর্মীদের চেষ্টার ফলে মসজিদের ভিতরে থাকা মুসল্লিগণ নিজেদের জীবন বাচাতে সক্ষম হয়েছেন। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসলেও মসজিদের ব্যাপক ক্ষতি হয়েছে।

আগুন লাগার কারণ জানতে চেলে অগ্নিনির্বাপক কর্মীগণ বলেন, বৈদ্যুতিক তারের সংযোগের ফলে মসজিদে আগুন লেগেছে।

বলাবাহুল্য, ২১শে জানুয়ারি তুরস্কের কুনিয়া শহরের মিরাম এলাকার একটি মসজিদের ছাদ ধসে ৪ জন মুসল্লি আহত হয়েছেন।

iqna


captcha