IQNA

ট্রাম্পের গাড়িবহর লক্ষ্য করে ছোঁড়া হলো অজ্ঞাত বস্তু: তদন্তে নেমেছে সিক্রেট সার্ভিস

16:42 - February 18, 2017
সংবাদ: 2602557
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহর লক্ষ্য করে অজ্ঞাত বস্তু ছোঁড়া হয়েছে এবং এ নিয়ে তদন্ত চলছে। ফ্লোরিডা অঙ্গরাজ্যে গতকাল (শুক্রবার) এ ঘটনা ঘটেছে বলে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত বিশেষ বাহিনী সিক্রেট সার্ভিসের মুখপাত্র জানিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মারা লাগো অবকাশ যাপন কেন্দ্রে যাওয়ার পথে ট্রাম্পের গাড়িবহর লক্ষ্য এটি ছোঁড়া হয়। অজ্ঞাত বস্তুটি পাথর হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্টের সফরসঙ্গী সাংবাদিকদের বরাত দিয়ে এক খবরে জানান হয়েছে।

খবরে আরো বলা হয়েছে, বস্তুটি কী সে বিষয় নিশ্চিত হতে চায় সিক্রেট সার্ভিস। ঘটনার পর ওই স্থান থেকে পাম বিচ পুলিশের অপরাধ বিভাগ দু'টি বস্তু সংগ্রহ করেছে এবং তা নিয়ে গেছে।

কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প পাম বিচে রয়েছেন এবং আমেরিকা সফরকারী জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে সেখানেই বৈঠক করেন তিনি।

পার্সটুডে
captcha