এ সম্পর্কে আমিরুল মু’মিনিন হযরত আলী (আ.) বলেছেন: মানুষের জন্য এটা যথেষ্ট যে সে নিজেকে চিনতে পেরেছে, আর মানুষের অজ্ঞতার জন্য এটাই যথেষ্ট যে সে নিজেকে চিনতে ও জানতে পারে নি।
নবীগণ মানুষের হেদায়েতের জন্য প্রেরিত হয়েছেন। সুতরাং কেউ যদি নিজেকে চিনতে পারে তাহলে বুঝতে পারবে যে, আল্লাহ তৌহীদ, আদল, নবুয়ত, ইমামত ও কিয়ামতের মাধ্যমে মানুষের উপর কত বড় মেন্নাত দিয়েছেন।
প্রতিটি ধর্মেই ইমাম মাহদীর প্রতি বিশ্বাস রয়েছে, তবে সবাই ভিন্ন ভিন্ন নামে তাকে চেনে এবং স্মরণ করে।
তবে ইমাম মাহদী একজন এবং তিনি মেষ জানামায় আবির্ভূত হয়ে বিশ্বকে ন্যায়নীতিতে পরিপূর্ণ করবেন।