IQNA

দুর্বলতার অনুভব শত্রুকে হামলার প্রতি উৎসাহ করে: সর্বোচ্চ নেতা

0:52 - March 07, 2017
সংবাদ: 2602668
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, একটি সাধারণ নিয়ম হচ্ছে, "দুর্বলতার অনুভব শত্রুকে হামলার প্রতি উৎসাহ করে", সুতরাং শত্রুকে যদি আগ্রাসন থেকে ফিরিয়ে নিতে চাও তাহলে দুর্বলতাকে এড়িয়ে চলতে হবে এবং নিজেদের শক্তিকে প্রতীয়মান করতে হবে।
দুর্বলতার অনুভব শত্রুকে হামলার প্রতি উৎসাহ করে: সর্বোচ্চ নেতা

বার্তা সংস্থা ইকনা: ইরানের যুদ্ধবিদ্ধস্ত এলাকা পরিদর্শনকারীদের সাথে গতকাল এক সাক্ষাতে সর্বোচ্চ নেতা এই কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, তার দেশের সক্ষমতা দেখে শত্রুরা হতাশ হয়েছে। জাতীয় সক্ষমতা প্রদর্শন করে শত্রুদেরকে আগ্রাসন চালানোর বিষয়ে আরো হতাশ করার জন্য তিনি গতকাল (সোমবার) ইরানের জনগণের প্রতি আহ্বান জানান।

১৯৮০ সালের দিক ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের সময় ইরানের ওপর চাপিয়ে দেয়া আট বছরের যুদ্ধের কথা উল্লেখ করে সর্বোচ্চ নেতা বলেন, শত্রুরা তখন ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়ার সাহস পেয়েছিল কারণ তখন তারা ইরানের দুর্বলতার সুযোগ নিয়েছিল।

সর্বোচ্চ নেতা বলেন, "আপনারা যদি শত্রুকে আগ্রাসন চালানোর বিষয়ে হতাশ করতে চান তাহলে কখনো দুর্বলতা দেখাবেন না বরং আপনাদের শক্তি দেখিয়ে দিন।এ সময় তিনি আবারো ইরানের ওপর শত্রুদের সাংস্কৃতিক আগ্রাসনের প্রচেষ্টা সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করেন। সর্বোচ্চ নেতা বলেন, "ইরানি জাতির সংস্কৃতি কীভাবে বদলে দেয়া যায় সে বিষয়ে শত্রুদের গবেষণা প্রতিষ্ঠানগুলো ষড়যন্ত্র করছে।সামরিক আগ্রাসনের চেয়ে সাংস্কৃতিক আগ্রাসন অনেক বেশি ভয়ংকর বলেও উল্লেখ করেন সর্বোচ্চ নেতা।

iqna



captcha