IQNA

হযরত সাকিনা (সা. আ.)এর পবিত্র মাযারে আত্মঘাতী হামলা

23:44 - March 11, 2017
সংবাদ: 2602694
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় হযরত ইমাম হুসাইন (আ.)এর কন্যা হযরত সাকিনা (সা. আ.) পবিত্র মাযারের 'বাব আল সাগির' এলাকায় আত্মঘাতী হামলার ফলে বেশ কয়েক জন জিয়ারতকারী শহীদ হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: কীভাবে বিস্ফোরণ ঘটেছে তা এখনও স্পষ্ট হওয়া যায়নি। কেউ কেউ বলছে আত্মঘাতী এক সন্ত্রাসী জিয়ারতকারীদের মধ্যে প্রবেশ করে নিজের শরীরে বাধা বোমাটির বিস্ফোরণ ঘটায়। আবার কেউ কেউ বলছে, পূর্বে থেকে যায়েরদের দুটি বাসে বোমা ফিট করা ছিল এবং সেটা বিস্ফোরণ ঘটে।
এদিকে সিরিয়া থেকে আল আলাম সংবাদ সংস্থা জানিয়েছে, দামেস্কের ''মাকবারাহুল বাবুস সাগির" এলাকায় বোমা বিস্ফোরণের ফলে কমপক্ষে ২৭ জন শহীদ এবং ৪৫ জন আহত হয়েছেন।
আল আলাম গুরুত্বারোপ করে বলেছে, অধিকাংশ শহীদই জিয়ারতকারী। মুজতাহীদ হাসপাতালের তথ্য সংস্থা আল ওয়াতান সংবাদপত্রকে জানিয়েছে, সন্ত্রাসীদের এই হামলার ফলে ২৮ জন শহীদ হয়েছেন। সিরিয়ার হিউম্যান রাইটস অবজারভেটরি জানিয়েছে, এই হামলার ফলে ৩০ জন শহীদ হয়েছেন।
পুরাতন দামেস্ক শহরের সাতটি গেটের একটির কাছে অবস্থিত বাব আল-সাগির কবরস্থান। ঐ স্থানে হযরত ইমাম হুসাইন (আ.)এর কন্যা হযরত সাকিনা (সা. আ.) পবিত্র মাযার সহ কয়েক জন সাহাবা বিশেষ করে হযরত মুহাম্মাদ (সা.)এর মুয়াজ্জিন বিলাল হাবাসীর (রা.) মাযার রয়েছে।
iqna



captcha