IQNA

ইরানের দাতব্য সংস্থার প্রধান;

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৪০০ জন বিদেশী প্রতিনিধির অংশগ্রহণ

1:40 - March 12, 2017
সংবাদ: 2602696
আন্তর্জাতিক ডেস্ক: সর্বোচ্চ নেতা প্রতিনিধি এবং দাতব্য সংস্থার প্রধান আসন্ন আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা সম্পর্কে বলেন: আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ৪০০ জন বিদেশী প্রতিনিধি অংশগ্রহণ করবে।
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৪০০ জন বিদেশী প্রতিনিধির অংশগ্রহণ
বার্তা সংস্থা ইকনা: ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ নুরী হামাদানীর সাথে ১১ই মার্চে এক সাক্ষাতকারে সর্বোচ্চ নেতা প্রতিনিধি এবং দাতব্য সংস্থার প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন আলী মুহাম্মাদী বলেছেন: ইসলাম প্রজাতন্ত্র ইরানে ৩৪তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ২০শে এপ্রিলে শুরু হবে। এই প্রতিযোগিতা টানা এক সপ্তাহ অব্যাহত থাকবে।
ইরানের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার আয়োজক কমিটির প্রধান বলেছেন: ৩৪তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। বিশেষ করে হেফজ বিভাগে নারী এবং ধর্মীয় শিক্ষার্থীদের বিভাগ যোগ করা হয়েছে।
দাতব্য সংস্থার প্রধান বলেন: এই প্রতিযোগিতার উপান্তে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য দ্বিতীয় বর্ষ হেফজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
তিনি বলেন: আমরা আশা করছি এই প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিশ্বের ৭৪টি দেশের ৪০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করবে।
আলী মুহাম্মাদী আরও বলেন: ৩৪তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার পাশাপাশি কুরআনিক সামগ্রীর প্রদর্শনী, 'কুরআনের মূলনীতিতে কুরআন ও সাংস্কৃতিক বিপ্লব' শিরোনামে কুরআনিক গবেষণা সম্মেলন এবং কুরআনিক নারীদের সম্মাননা প্রদর্শন সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হবে।
দাতব্য সংস্থার প্রধান বলেন: এ পর্যন্ত পবিত্র কুরআনের আলোকে লেখা ৪০০টি ফার্সি প্রবন্ধ এবং ১০০টি বিদেশী প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজক কমিটির সচিবলায় প্রেরণ করা হয়েছে।
iqna


captcha