IQNA

হযরত ফাতেমা যাহরা (সা. আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে পাকিস্তান জুড়ে উৎসব মাহফিল

23:51 - March 19, 2017
সংবাদ: 2602743
আন্তর্জাতিক ডেস্ক: নবীনন্দিনী হযরত ফাতেমা যাহরা (সা. আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে পাকিস্তানের বিভিন্ন মসজিদ, হুসাইনিয়া এবং মাদ্রাসায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
হযরত ফাতেমা যাহরা (সা. আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে পাকিস্তান জুড়ে উৎসব মাহফিল
বার্তা সংস্থা ইকনা: নবীনন্দিনী হযরত ফাতেমা যাহরা (সা. আ.)এর পবিত্র জন্মবার্ষিকী এবং মাতৃ দিবস উপলক্ষে পাকিস্তানের করাচী, পেশোয়ার, লাহোর ও কোয়েটার বিভিন্ন মসজিদ, হুসাইনিয়া এবং মাদ্রাসায় ১৭ই মার্চ থেকে মাহফিল শুরু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এই মাহফিল এক সপ্তাহ যাবত অব্যাহত থাকবে। কোয়েটার খতমুল আম্বিয়া মসজিদ, বায়তুল আহজান মসজিদ, ইমাম রেজা মসজিদ, সাইয়্যেদ আবাদ মসজিদ সহ অন্যান্য মসজিদ ও হুসাইনিয়াতে স্থানীয় সময় ২১টায় এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
এসকল মাহফিলে হযরত ফাতেমা যাহরা (সা. আ.)এর জীবনীর এবং মায়ের স্থানের আলোকে বক্তৃতা এবং গজল, প্রতিযোগিতা এবং প্রশ্ন-উত্তর পর্ব সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
iqna





captcha