IQNA

আমেরিকায় মসজিদে হামলা দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে

21:10 - March 20, 2017
সংবাদ: 2602747
আন্তর্জাতিক ডেস্ক: গত বছরের তুলনায় ২০১৭ সালের শুরু থেকে এ পর্যন্ত আমেরিকার বিভিন্ন মসজিদে হামলা এবং হুমকির সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।



বার্তা সংস্থা ইকনা: আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিলের সংগৃহীত পরিসংখ্যানে পরিলক্ষিত হয়েছে যে, জানুয়ারি থেকে মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত ৩২ বার আমেরিকার বিভিন্ন মসজিদে হামলা এবং হুমকি দেয়া হয়েছে। ২০১৬ সালে মসজিদে ইসলাম বিদ্বেষীরা ১৬ বার হামলা চালিয়েছে।
আমেরিকার মসজিদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীদের সহিংসতার মধ্যে ১১টি অগ্নিসংযোগ এবং ১৯টি হুমকি পরিলক্ষিত হয়েছে।
ইসলাম বিদ্বেষীদের কার্যক্রম বৃদ্ধি হওয়ার ফলে মুসলিম নেতা এবং মুসলিম রাইটস গ্রুপের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছে।
উল্লেখ্য, ইসলাম বিদ্বেষীদের সর্বশেষ কার্যক্রম গত সোমবারে (১৩ই মার্চ) অ্যারিজোনা প্রদেশেরে টুশান শহরে ঘটেছে। এই ঘটনাই অজ্ঞাত পরিচয়ের এক ইসলাম বিদ্বেষী মসজিদের ভিতের প্রবেশে করে পবিত্র কুরআনের ১০০ পাণ্ডুলিপি ছিঁড়ে মসজিদের মেঝেতে ফেলে রেখে পালিয়ে যায়।
এ ব্যাপারে আমেরিকান-ইসলামিক রিলেশনস পরিষদের এন্টি ইসলাম বিদ্বেষী কমিটির সদস্য এবং পর্যবেক্ষক 'যায়নাব অরিন বলেন: আমেরিকায় অপশক্তি ক্ষমতায় আসার কারণে মুসলমানদের ধর্মীয় স্থানে হুমকি এবং হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন: সকল ইবাদতের স্থান যেমন: মসজিদ, গির্জা, মন্দির ও সিনাগগে নিরাপদ স্থান এবং সকল প্রকার ভয় ও ঝুঁকি মুক্ত হওয়া উচিত।
iqna



captcha