বার্তা সংস্থা ইকনা: অভিনন্দন বার্তায় ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, নববর্ষের বার্তা সবার জন্য ঘৃণা-বিদ্বেষ মুছে ফেলার বার্তা।
তিনি বলেন, গেল ফার্সি বছর ছিল প্রতিরোধমূলক অর্থনীতি, পদক্ষেপ ও বাস্তবায়নের বছর এবং সেইসঙ্গে পরমাণু সমঝোতার বছরও। এ দুয়ের সমন্বয় ইরানি জাতির জন্য বয়ে এনেছে ইতিবাচক ফলাফল।
হাসান রুহানি বলেন, ইসলামি ইরান ব্যাপক তেল কূটনীতির মাধ্যমে এবং বিশেষজ্ঞ প্রকৌশলিরা ব্যাপক প্রচেষ্টা চালিয়ে তেল ও গ্যাসক্ষেত্রে আমাদের হারানো অবস্থান ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।
বিজ্ঞান ও গবেষণায় উন্নত বিশ্বের মাঝেও ইরান শীর্ষ পর্যায়ে স্থান করে নিতে পেরেছে বলে ইরানের প্রেসিডেন্ট উল্লেখ করেন।